udemy-online-course-academy-mozammalhossain-mozammal-fiverr

ইউডেমি – একটি অসাধারন অনলাইন একাডেমী

খান একাডেমির কথা আমরা সবাই জানি। গুগল থেকে পুরষ্কার পাপ্ত এ একাডেমী থেকে অনেকেই অনেক কিছু জানতে পারছে ফ্রীতে। তার বেশির ভাগই হচ্ছে ম্যাথম্যাটিক্যাল বা বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য। আজ আরেকটি একাডেমির কথা বলব যার মধ্যে প্রায় সব বিষয়েরই কোর্স রয়েছে। যেমন, পদার্থ, গণিত, রসায়ন, স্কেচ আঁকা, প্রোগ্রামিং, আর্কিটেকচার, মিউজিক, ব্যবস্যা, আর্ট, ইয়োগা, ভিবিন্ন ভাষা শিক্ষা, মোটর ড্রাইভিং, গেমস, গিটার, ড্রাম, বেহালা, মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, IELTS, Spoken English সহ আরো হাজার রকমের কোর্স। এখানের কিছু রয়েছে ফ্রী কিছু রয়েছে পেইড। তবে ফ্রী গুলো দিয়েই আপনি অনেক কিছু শিখতে পারবেন। সাইটটি হচ্ছে udemy.com। এটি সম্পুর্ন একটি অনলাইন একাডেমি। 

এত গুলোর বিষয়ের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েব ডেভলপিং, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশন, গণিত এসবের কোর্সই বেশি। অন্যান্য বিষয়ের কোর্সের ও অভাব নেই। খুজে নিন আপনার প্রিয় বিষয়টি। আর শিখতে থাকুন।

আপনি যদি কোন কিছু পারেন এবং তাকে সবার সাথে শেয়ার করতে চান তাহলে ও পারবেন এবং তা থেকে আপনি আয় ও করতে পারবেন। আপনি যা পারেন তা এবার টেক্সট, ভিডিও, অডিও, অথবা প্রেজেন্টেশন তৈরি করে আপলোড করে দিন। এবার আপনার এসব দেখতে হলে কতটাকা দিতে হবে তা নির্ধারন করেদিন। এবার কেউ আপনার আপলোড কৃত বিষয়ে আগ্রহী হলে সে তা টাকা দিয়ে কিনে পড়বে এবং আপনার একাউন্টে টাকা জমা হবে। ভালো না? সাইন আপ করতে ও বেশি কষ্ট করতে হবে না ভিজিট করুন  udemy.com এবং ফেসবুক দিয়ে কানেক্ট করুন, ব্যাস আপনি আপনার কোর্স আপলোড করতে পারবেন।

 যাই হোক আপনি যদি এত এক্সপার্ট না হন তাহলে তো আর আপনার নিজের কোর্স আপলোড করতে যাবেন না। আপনি যাবেন শিখতে। অনেক ভালোভালো বিষয়ের কোর্স গুলো ফ্রীতে পাওয়া যায়। ঠিক মত ফলো করলে এক্সপার্ট হতে বেশি সময় লাগবে না। আর বাড়তি জানার জন্য তো ইন্টারনেট আছেই, যে টার্ম বুঝবেন না তা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করুন পেয়ে যাবেন আপনার বুঝার মত তথ্য।।

ইউডেমির মত আরো অনেক সাইট রয়েছে। নিছের লেখাটি দেখতে পারেন বিস্তারিত জানতেঃ

নিজেকে কোন বিষয় এক্সপার্ট করে তোলার জন্য কয়েকটি সাইট

ধন্যবাদ সবাইকে।

মো: মোজাম্মল হোসেন

Comments

Your email address will not be published. Required fields are marked *